খুনির টার্গেট শুধু চৌধুরীর লোকজন, ইরফানের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের অভিনয় করেছেন তারকা অভিনেতা ইরফান সাজ্জাদ। এবার তাঁকে ওয়েব সিরিজে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পের সিরিজটির নাম ‘গিরগিটি’। রাহাত মেহেদী হকের গল্পে সিরিজের চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ।

আগামী ১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি।

একসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তাঁর তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়। তদন্তে বের হয়, খুনির টার্গেট শুধু চৌধুরীর লোকজন। একপর্যায়ে থানার ভেতরেই খুন হয় একজন। তাহলে কি সর্ষের ভেতরেই ভূত! মারুফ কি পারবে এই সিরিয়াল কিলিং থামাতে? নাকি রহস্য আরও গভীরে যাবে? এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। সিরিজের কেন্দ্রীয় চরিত্র মারুফ জামানের ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ।

সিরিজে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ। বাস্তবের গিরগিটি রং-রূপ বদলায়, যা প্রকৃতির এক রহস্য। আমাদের পর্দার গিরগিটিতেও থাকবে নানা রহস্য আর উপভোগ্য একটি গল্প। চেষ্টা করেছি, আমার অভিনীত মারুফ জামানের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করছি চরিত্রটি দর্শক পছন্দ করবেন’।

তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতেই কমন কিছু ফরমুলায় নির্মিত হয় মার্ডার মিস্ট্রি থ্রিলার। খুন হয়, সেই খুনের তদন্ত হয়, একজন ডিটেকটিভ থাকে। শার্লক হোমস থেকে ফেলুদা সব একই। কাজেই আমাদেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই! কিন্তু আমরা ভিন্নতা আনতে পারি অন্য জায়গায়। গল্প বলায়, ফিল্ম ট্রিটমেন্টে। সিরিজটির নির্মাতা সেই চেষ্টাটাই করেছেন।

সিরিজটির পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতের এসকে স্টুডিওতে। সম্পাদনা করেছেন শুভজিত সিংহ। ইরফান সাজ্জাদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজ প্রমুখ।

টিভি নাটক ও ওটিটি মাধ্যমে কাজের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সিনেমা ‘আলী’। অটিজমে আক্রান্ত আলী নামে এক ব্যক্তি ও তাঁর বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অ্যাকশনের পাশাপাশি সিনেমায় নির্মাতা বিপ্লব হায়দার তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *