দেশের শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং সমাজের নানা অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫’। শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটির চতুর্থ আসর।
চার বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই আয়োজনে এবারের অনুষ্ঠানও ছিল গ্ল্যামার, তারকাখ্যাতি ও আবেগে ভরপুর। জনপ্রিয় তারকাদের ঝলমলে উপস্থিতি, চমৎকার পারফরম্যান্স এবং উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সময়ে মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, সংগীত ও মিডিয়ার বিভিন্ন বিভাগে সেরা অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ছিলেন এবারের আয়োজনের প্রধান অতিথী।
আয়োজনে সেরা কালচারাল সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন অনিন্দ্য মামুন (দৈনিক সমকাল), এবং সেরা সাংবাদিক (জেনারেল) বিভাগে সম্মাননা পেয়েছেন কাজী ইফতেখার রহমান (এনটিভি)।
এবারের আয়োজনে চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালক হয়েছেন শিহাব শাহীন, তাঁর আলোচিত সিনেমা ‘দাগি’–র জন্য। এই ছবিতেই অভিনয়ের জন্য তমা মির্জা পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘জঙ্গলি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সিয়াম আহমেদ পেয়েছেন সেরা অভিনেতা (ফিল্ম) পুরস্কার।
চলচ্চিত্রে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আজাদ আবুল কালাম, তাঁর ‘জলে জ্বলে তারা’ ছবির অভিনয়ের জন্য। একই বিভাগে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ‘তুফান’ ছবির নায়িকা মাসুমা রহমান নাবিলা।
ওটিটি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘রঙিলা কিতাব’ নির্মাণের জন্য অনম বিশ্বাস। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’–র চঞ্চল চৌধুরী, আর সেরা অভিনেত্রী হয়েছেন ‘ঘুমপরী- র তানজিন তিশা।
ওটিটি–তে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতা হয়েছেন ‘আরারাত’–এ অভিনয়ের জন্য আজিজুল হাকিম, আর ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ‘বোহেমিয়ান ঘোড়া’–র রুনা খান।
নাটক বিভাগে সেরা পরিচালক হয়েছেন ‘হ্যালো গাইজ’–এর নির্মাতা মোহিদুল মাহিম। একই নাটক থেকে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন মুশফিক আর ফারহান, আর সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ‘বকুলফুল’–এর সামিরা খান মাহি। নাটকে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছেন ‘রোদ বৃষ্টির গল্প’–এর খায়রুল বাসার, এবং ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ‘শেষমেশ’–এর পারসা ইভানা।
অনুষ্ঠানের ভাবনা ও সৃজনশীল পরিকল্পনায় ছিলেন স্বপ্নীল সজীব। জুরি বোর্ডে ছিলেন বাংলাদেশের তিন কিংবদন্তি ও দুই বিশিষ্ট সংস্কৃতিকর্মী— রোজিনা (অভিনেত্রী), খুরশিদ আলম (কণ্ঠশিল্পী), জিনাত হাকিম (নাট্যকার ও পরিচালক), ইভান শাহরিয়ার সোহাগ (কোরিওগ্রাফার) এবং আল মাসিদ রণ (বিনোদন সাংবাদিক)।