আজ লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব চলছে। গতকাল শনিবার ২য় দিন মূল মিলনায়তনে ছিলো প্রসেনিয়াম প্রযোজনা ২ ‘নোরা কই যায়’ মোকাদ্দেম মোরশেদ রচিত ও নির্দেশিত নাটকটিতে দেখা যায় নারীর আত্মমুক্তির নির্ভিক জয়যাত্রা। আজন্ম বৈষম্য আর বঞ্চনা থেকে মুক্ত ও স্বাবলম্বী হয়ে নতুন জীবনের স্বাদ পেতে অভিমান ঘৃণা আর ক্ষোভের প্রতিবাদী বিস্ফারণ।

নাটকটিতে অভিনয়ে অংশ নেন ফারজানা মুনমুন, মিশফাক রাসেল, হ্যাপী চৌধুরী, সৈয়দ হোসেন বাবু, পৃথা পারমিতা রায় , ওমর ফারুক, সুহাইলা আফরোজ, প্রিয়ন্তী দাশ পৃথা, উদাইসা মুনতাহানা, প্রবাল চৌধুরী,প্রসেনজিত বড়ুয়া, জারিন বিনতে জসীম ও রূপকথা দাশ। নাট্যকর্মী গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে পদ্ম নৃত্যালয় ও জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন স্বপন দাশ, অনন্যা বড়ুয়া, রমিতা ভৌমিক।

আজ রোববার সন্ধ্যে ৭টায় মূল মিলনায়তনে লোক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘একটি অবাস্তব গল্প’। সন্ধ্যে ৬ টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যাঞ্চল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *