আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়া সফরের মাঝেই দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দলের ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দেওয়ার সময় মাটিতে আঘাত পান আইয়ার। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে না হলেও, ড্রেসিংরুমে ফেরার পর অস্বস্তি অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ‘পরীক্ষায় দেখা গেছে আইয়ারের প্লীহা ছিঁড়ে গেছে। তিনি এখন চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইয়ারকে আইসিইউতে রাখা হয়েছে এবং সেখানে আরও দুদিন থাকতে হতে পারে। তবে ক্রিকবাজ জানিয়েছে, বিকেলের দিকে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

বিসিসিআই আরও জানিয়েছে, আইয়ারের দেখভালের জন্য দলের চিকিৎসক ডা. রিজওয়ান খানকে সিডনিতে রেখে দেওয়া হয়েছে। দলের বাকি সদস্যরা শনিবারের ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ছেড়েছেন। টি–টোয়েন্টি দলের ক্রিকেটারেরা চলে গেছেন সিডনি থেকে ক্যানবেরায়। আইয়ারের পরিবারের এক সদস্যও মুম্বাই থেকে সিডনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *