রাঙ্গুনিয়া রানিরহাটে সিএনজি চালক মো. হোসাইন (৬০)কে পারিবারিক বিরোধের জেরে তার দুই সন্তান মেরে রক্তাক্ত করেছে। রবিউল হোসেন ও আবুল হোসেন নামে এই দুই জন তার ১ম সংসারের সন্তান।
গুরুতর আহত মো. হোসাইন রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯নং ওয়ার্ডের বাইশ্যেরডেবার বাসিন্দা।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় রানিরহাট রানার সিএনজি গেরেজে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা মেরামত করতে গেলে হঠাৎ অতর্কিতভাবে তার ১ম ঘরের ২ বখাটে ছেলে রবিউল ও আবুল কাঠের বাটাম দিয়ে আঘাত করে রক্তাক্ত ও আহত করে ফেলে রাখে। তার সাথে থাকা টাকা, মোবাইল, ডকুমেন্টস ও চাবিসহ সিএনজি অটোরিকশা নিয়ে পালায়।
এ সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাঙ্গুনিয়া মডেল থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অলি উল্লাহ জানান, আহত মো. হোসাইন থানায় এসেছে। অভিযোগের প্রক্রিয়া চলছে। অভিযোগের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।