হাটহাজারীতে যানজট নিরসনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে মোট আটটি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পৌরসভার বাজার এলাকাসহ হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষভাবে, রাস্তার ওপর অবৈধ দোকান বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার অভিযোগে কয়েকজন দোকানদার এবং ব্যবসায়ীকে দণ্ডিত করা হয়।
এই অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৯১ ধারায় মো. ওসমান, মো. জুয়েল, বিপ্লব, টিপলু, জুনায়েদ হোসেন, এনাম, অপু শিকদার, ফল ব্যবসায়ী আবু জাফর এবং ত্রিবেণী মিষ্টি ভাণ্ডারকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে ত্রিবেণী মিষ্টি ভাণ্ডারের মালিক মেয়াদহীন পণ্য রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা পান। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয় এবং সড়ক দখলমুক্ত রেখে আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হয়।
অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন। এর আগে, বৃহস্পতিবার রাতেও পৌরসভার বাস স্টেশন এলাকায় গাড়ি পার্কিংয়ের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য একটি কাভার্ড ভ্যানের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, “হাটহাজারী পৌরসভার যানজট নিরসনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা ভবিষ্যতে এসব নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”