সিএসসিআর’র ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু আজ

অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শুরু হচ্ছে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা সভা ও বাস্তব প্রশিক্ষণ।

এই কার্যক্রমের প্রথম দিন রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার বিশিষ্ট শল্যচিকিৎসকবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চিকিৎসকদলে নেতৃত্ব দিবেন ডা. সাকেরা আহমেদ। একইদিন দুপুর দেড়টায় সিএসসিআর এর অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. খন্দকার এ.কে.আজাদ, ডা. নাজমা মাহবুব এবং ডা. সায়রা বানু শিউলীসহ সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার একটি বিশেষজ্ঞ দল সম্পূর্ণ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার রোগীর অপারেশন কার্যক্রম শুরু করবেন।
অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *