সামিট গ্রুপ ও সংশ্লিষ্টদের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকবে

সামিট গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকছে। এ সংক্রান্ত রিট আবেদন আজ রোববার হাইকোর্ট খারিজ হওয়ায় আদালতের দেওয়া আগের আদেশ বহাল থাকল।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গত ৯ মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সামিট গ্রুপ ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দিয়েছিলেন।

এ আদেশ চ্যালেঞ্জ করে সামিট গ্রুপ–সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তবে আজ শুনানির সময় তাঁদের পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় রিটটি ‘রিজেক্টেড ফর ডিফল্ট’ হয়েছে।

দুদকের পক্ষে আইনজীবী মাহমুদুল আরেফিন বলেন, রিট খারিজ হয়ে যাওয়ায় সামিট গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধই থাকবে। অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী কারিশমা জাহান জানিয়েছেন, রিট পুনরুজ্জীবিত করতে নতুন করে হাইকোর্টে আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *