সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করল দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তাঁর স্ত্রী নিলীমা দাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মৃণাল কান্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর আটটি ব্যাংক হিসাবে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আক্তার হোসেন আরও বলেন, মৃণাল কান্তির স্ত্রী নিলীমা দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর ৩০টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *