প্রতিবেদনে: সুমন বড়ুয়া
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগ দিয়েছেন চকরিয়া থানার সদ্য বিদায়ী ওসি চন্দন কুমার চক্রবর্তী।
২৬ জুন রাঙ্গুনিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে তিনি দায়িত্ব ভার বুঝে নেন।
২৬ জুন (সোমবার) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এক আদেশে ইন্সপেক্টর চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
গত ৯ জুন চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের এক আদেশে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মিল্কিকে প্রত্যাহার করায় এতোদিন ওসির পদটি শূণ্য ছিল।
রাঙ্গুনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ইতিপূর্বে আরও চারটি থানায় ওসি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি ওসি হিসাবে দায়িত্ব পালন করেন কুমিল্লার মনোহরগঞ্জ, সিলেটের বিয়ানিবাজার, হবিগঞ্জের মাধবপুর ও কক্সবাজারের চকরিয়া থানায়।