ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগামীকাল বৃহস্পতিবার তাঁর পরিচয়পত্র পেশ করবেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন।
রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি আসেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
রিয়াজ এর আগে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীলঙ্কায়ও বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
রিয়াজ হামিদুল্লাহ ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুই বছর পর ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত তিনি ভারতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন।