ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেসসচিব এই তথ্য জানান।

শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকে তারা গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে বিবেচনা করেন।

সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকতা পেশার মানোন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *