ফটিকছড়ি উপজেলার চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে দুইটি ড্রেজার মেশিন বিকল করা হয়, একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ড্রেজার মেশিন ব্যবহার করে পরিবেশ ক্ষতিগ্রস্ত করছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।