পটিয়ার এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান শিক্ষক মরহুম এ এফ এম শামসুদ্দীনের স্মরণে গত রোববার বিদ্যালয়ে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গাজী মো. আবু ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রধান শিক্ষক পার্থ সারথী সাহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কায়ছার চৌধুরী পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমবায়ের উপ-সহকারী নিবন্ধক গাজী মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী হিরু, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুল, সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ফারুকী, শিক্ষানুরাগী সদস্য গাজী মো. মনির উদ্দিন, অভিভাবক সদস্য জি এম মকসুদুল করিম, সমাজকর্মী গাজী মো. মামুন, সহকারী প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া এবং অনুষ্ঠানের পরিচালনা করেন সহকারী শিক্ষক আবদুল হাকিম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মরহুম শামসুদ্দীনের আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
বক্তারা বলেন, মরহুম শামসুদ্দীন তার শিক্ষাদানে এলাকার মানুষের জীবন আলোকিত করেছেন এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অসংখ্য গুণীজনের জন্ম দিয়েছেন। তার স্বপ্নের বিদ্যালয় এখনও এলাকায় শিক্ষা ও উন্নতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী তাকে আজীবন স্মরণ রাখবেন।