নাফ নদীর টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে আবারও ট্রলারসহ ১১ জন জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং বাকি ৬ জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া অংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ শাহ পরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি। তিনি জানান, মাছ ধরে ফেরার পথে স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এর আগেও তার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখনও তাদের মুক্তি মেলেনি। তিনি অভিযোগ করে বলেন, বারবার এমন ঘটনায় নাফ নদী ও সমুদ্র এলাকায় মাছ ধরতে গিয়ে জেলেরা আতঙ্কে থাকেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে ঘটনাটি তারা জানতে পেরেছেন। নাইক্ষ্যংদিয়া সীমান্তে এমন পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। একইসঙ্গে তিনি জেলেদের সতর্কভাবে মাছ ধরার আহ্বান জানান, যেন তারা মিয়ানমার সীমান্ত অতিক্রম না করেন।
উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে ৩৮ জন জেলেকে একইভাবে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের কাউকেই মুক্তি দেওয়া হয়নি।