চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে জিইসি কনভেনশনে একটি মোটর সাইকেল কোম্পানীর অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় গুলিবিদ্ধ দুই যুবককে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। একজনের বুকে গুলির খোসা আটকে থাকতে দেখা যায়।
গুলিবিদ্ধ একজনের নাম শরীফ (২৩), অন্যজনের নাম জানা যায়নি। শরীফকে হাসপাতালে নেওয়া নাইম জানান, কনসার্টের সময় হঠাৎ গন্ডগোল শুরু হয়। এরমধ্যে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে শরীফ আহত হন।
জানা যায়, অনুষ্ঠান শুরু হয় শনিবার (১১ অক্টোবর) সকাল দশটায়। সন্ধ্যা পৌনে ছয়টার সময় ঢাকা থেকে আসা ব্যান্ড দল গান শুরু করে। রাত সাড়ে নয়টায় অনুষ্ঠান শেষ করতে চাইলে বাধে গন্ডগোল। উঠতি বয়সের তরুণরা রাতভর গান শোনার আবদার করেন। এরমধ্যে ব্যান্ডদল তাদের জিনিসপত্র গুছানোর উদ্যোগ নিলে অনুষ্ঠানস্থলে থাকা তরুণরা চিৎকার শুরু করে। এক পর্যায় তারা আয়োজকদের উপর চড়াও হয়।
জিইসি কনভেনশন কর্তৃপক্ষ জানান, প্রশাসনের অনুমতি সাপেক্ষে মোটর সাইকেল কোম্পানি হোন্ডা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় ঢাকা থেকে আসা ব্যান্ড দল গানের অনুষ্ঠান শুরু করেন। রাত সোয়া নয়টায় অনুষ্ঠান বন্ধ করতে চাইলে তরুণরা আরো গান শোনার দাবি জানায়। আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে চলে যেতে চাইলে ঝামেলা বাধে।
খুলশী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, জিইসি কনভেনশনে হোন্ডা কোম্পানির একটি ওয়ার্কশপ ছিলো। কিন্তু কনসার্টের কোনো অনুমতি ছিলো না। কনসার্ট করতে গিয়ে ঝামেলা বাধে। ঘটনার সময় গুলিতে আহত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমি সঠিক জানি না। আপনার মতো আমিও শুনেছি। আমরা তদন্ত করে দেখছি।