জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই আইনি ভিত্তি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা আওয়ামী লীগের দমনমূলক কার্যকলাপ, বিতর্কিত নির্বাচন, এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে সহযোগিতা করেছে, তাই তাদের নিষিদ্ধের দাবি যৌক্তিক। তিনি আরও জানান, তিনি আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনা করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের অংশ। হামলাটি তিনি ‘নিন্দনীয়, জঘন্য ও অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি প্রশ্ন তোলেন, “যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদের কারণে নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নয়?”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে, তবে সব পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তিনি জানান, ১৭ বছর ধরে জমে থাকা ক্ষোভ এখন নানা রূপে প্রকাশ পাচ্ছে, যা দুঃখজনক।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “উদীয়মান বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলতে দেওয়া হবে না।” তিনি দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করার অঙ্গীকারও করেন।