চকরিয়া: চকরিয়ার চিরিঙ্গা এলাকায় যাত্রীবেশে উঠে চালককে অজ্ঞান করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর পাশে এই ঘটনা ঘটে, এবং চালক গিয়াস উদ্দিন (৩৫) গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় স্থানীয়রা চালক গিয়াস উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং শয়তানের নিশ্বাস দিয়ে তাকে অজ্ঞান করার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।
গিয়াস উদ্দিনের পরিবার জানায়, তিনি একজন অটোরিকশা চালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি কিস্তিতে দুই লাখ টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে বিভিন্ন সড়কে যাত্রী পরিবহন করছিলেন। গিয়াস উদ্দিনের চাচি হুমায়রা বেগম এবং ভাই জয়নাল আবেদীন জানান, রবিবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে চিরিঙ্গার দিকে যান। সেখানে যাত্রীবেশী একদল ব্যক্তি তাকে অজ্ঞান করে ফেলে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”