উখিয়ায় শখের বশে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেল ২ কিশোর

কক্সবাজারের উখিয়ায় শখের বশে মাছ ধরতে গিয়ে দুই কিশোর সাগরে ভেসে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানান, শুক্রবার সকালে বন্ধুর সাথে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

সায়েমের অপর মামা মুজিবুর রহমান বলেন, ‘ছয় জন কিশোর সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ ঢেউয়ের তোড়ে দুই কিশোর পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *