চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর ২০২৫: স্বাধীন বাংলাদেশে প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী এর প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেকের ৬৩তম পবিত্র ওফাতবার্ষিকী পালন করা হয়েছে। তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা। তাঁর ধর্মীয় জীবন নবীবংশের আলোয় পূর্ণ হয়ে উঠেছিল এবং তিনি মুফতী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হির খলিফা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
২৫ সেপ্টেম্বর, রবিবার পশ্চিম ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পাশে অবস্থিত তাঁর কবরে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ, নির্বাহী সদস্য প্রফেসর জসিম উদ্দীন, আবদুল হাই মাসুম, আর.ইউ চৌধুরী শাহীন, উপদেষ্টা মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, উপাধ্যক্ষ এটিএম লিয়াকত আলী, এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর, থানা, উত্তর ও দক্ষিণ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
এছাড়া, জিয়ারত শেষে মিলাদ ও ক্বিয়ামের পর মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী।