উত্তর রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু!

প্রতিবেদনে: সুমন বড়ুয়া

রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে মো. জুনায়েদ নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডিআইজি আলমের বাড়িতে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. আলীর একমাত্র পুত্র। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলীর ছেলে জুনায়েদ শনিবার সকালে নিজ বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। ১৫মিনিট খোঁজার পর বাড়ির পিছনের ডোবায় শিশু জুনায়েদের লাশ ভাসতে দেখতে পায়। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. আমজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। এটি খুবই দুঃখজনক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *