আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে আরোপিত পাল্টা শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধ করতে ভারতকে চাপ দিতে যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপ করেছে।
২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কম পরিমাণে তেল সরবরাহ করতে শুরু করে। এ পরিস্থিতিতে, ভারত সস্তা রুশ তেল কিনে, বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে রাশিয়ার তেল বাজারে প্রবেশ করে। ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে অপরিশোধিত তেল সস্তায় কিনে বেশি মুনাফা করছে, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বিষয়টির জন্য ভারতকে কঠোরভাবে সমালোচনা করেছে।
গত ২৭ আগস্ট, ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে। তবে, ভারত সরকার শুল্ক সমস্যার সমাধানে আলোচনার পথে থাকতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ অন্যান্য কূটনৈতিক সফরে ব্যস্ত রয়েছেন।
মার্কিন কর্মকর্তারা ভারতকে অভিযুক্ত করে বলেছেন, ভারত সস্তা রুশ তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। তবে ভারত পাল্টা যুক্তি দিয়েছে যে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও এখনও রাশিয়া থেকে বড় পরিমাণ পণ্য কিনছে, তাই তাদের দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত।
তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বর মাসে রাশিয়া থেকে তেল আমদানি ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে, যা দৈনিক ১.৫ থেকে ৩ লাখ ব্যারেল তেলের সমান হতে পারে।