মেক্সিকোতে বন্যা, ১৩০ মৃত্যুর শঙ্কা

মেক্সিকোতে গত সপ্তাহে টানা প্রবল বৃষ্টিপাতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন।

ধারণা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে। একটি ক্রান্তীয় নিম্নচাপের কারণে দেশটির উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে ভূমিধস ও বন্যা দেখা দেয়।

জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ক লরা ভেলাসকেজ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো হিদালগো ও ভেরাক্রুজ। ভেরাক্রুজে ২৯ জনের মৃত্যু ও ১৮ জন নিখোঁজ এবং হিদালগোতে ২১ জনের মৃত্যু ও ৪৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এই বৃষ্টিপাত এতটা প্রবল হবে, তা আমরা আশা করিনি– সাংবাদিকদের বলেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

মেক্সিকোর নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহের সংঘর্ষে এই বন্যার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *