মহাকাশে ইঁদুর পাঠাল চীন

চীনের মহাকাশ স্টেশনে চারটি কালো জাতের ইঁদুর পাঠানো হয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য এই ইঁদুরগুলোকে মহাকাশে নেওয়া হয়েছে। 

শেনঝৌ-২১ মহাকাশযানের মাধ্যমে ইঁদুরগুলো চীনের তৈরি তিয়ানগং স্টেশনে পৌঁছেছে। গত শুক্রবার (৩১ অক্টোবর)  জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

এই অভিযানে চীন তার ইতিহাসের সর্বকনিষ্ঠ নভোচারীসহ তিন সদস্যের একটি দল পাঠিয়েছে। দলটিতে আছেন ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং ও ৩২ বছর বয়সী উ ফেই। উ ফেই চীনের সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে রেকর্ড গড়েছেন। তারা দুজনই ২০২০ সালে এই মহাকাশ কর্মসূচির জন্য নির্বাচিত হন।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসযোগ্য হিসেবে গড়ে ওঠা চীনের মহাকাশ স্টেশনে এটিই সপ্তম মানববাহী মিশন। শেনঝৌ সিরিজের মহাকাশযানগুলোতে সাধারণত তিন নভোচারী ছয় মাস অবস্থান করেন। এই কর্মসূচিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুন প্রজন্মের নভোচারীদের সুযোগ দেওয়া হচ্ছে।

মিশনের কমান্ডার হচ্ছেন অভিজ্ঞ নভোচারী ঝাং লু (৪৮)। তিনি ২০২২ সালের শেনঝৌ-১৫ অভিযানেও অংশ নিয়েছিলেন। শেনঝৌ-২১ দল শেনঝৌ-২০ দলের কাছ থেকে দায়িত্ব নেবেন, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে তিয়ানগংয়ে কাজ করেছেন। শেনঝৌ-২০ দল আগামী কয়েক দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *