যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন, যদিও ইউক্রেনের শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পরাজিত হননি’।
বোল্টন সিএনএনকে জানান, প্রায় তিন ঘণ্টার এই উচ্চপর্যায়ের বৈঠকে ট্রাম্প কোনো তাৎক্ষণিক ফলাফল পাননি, কেবল ভবিষ্যতে আরও আলোচনা করার প্রতিশ্রুতি পেয়েছেন। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনর্গঠনে অনেকটা এগিয়ে গেছেন’, যা তার মূল উদ্দেশ্য ছিল বলে বোল্টন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পুতিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো যুদ্ধবিরতির মুখোমুখি হতে হয়নি। তবে বৈঠকের পরবর্তী তারিখ ঠিক হয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বৈঠকের তথ্য আগে জানানো হয়নি।
যদিও কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়, দুই নেতা এটিকে ‘ফলপ্রসূ’ বলছেন। ট্রাম্প বলেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তা অর্জনের সম্ভাবনা রয়েছে। বোল্টন ট্রাম্পের ক্লান্তিময় চেহারার কথাও উল্লেখ করে বলেন, তিনি হতাশ নন, তবে বেশ ক্লান্ত।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে আলাস্কার বৈঠককে ‘অত্যন্ত সফল’ দাবি করেন এবং জানান, তিনি এখন সরাসরি শান্তিচুক্তি চান, শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, কারণ যুদ্ধবিরতিগুলো অনেক সময় স্থায়ী হয় না।
ট্রাম্প আরও বলেন, আগামী সোমবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এর পর অন্য নেতারা পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করবেন।