বিড়ালের জন্য ১২ লাখ টাকা!

তুরস্কের ইস্তানবুলের বাসিন্দা বুগরা। দু’বছর আগে এজগি নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের পর দুটি বিড়াল পুষেছিলেন ওই দম্পতি। বিচ্ছেদের সময় সেই দুই পোষ্যের দায়িত্বভার পান এজগি। তবে, আদালতের নির্দেশানুযায়ী পোষ্যদের ভরণপোষণের সব খরচ দিতে হবে বুগরাকে।
বছরে প্রতি তিনমাস অন্তর এজগিকে পোষ্যদের খরচ বাবদ বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ, সারাবছর পোষ্যদের জন্য ৮৬ হাজার টাকারও বেশি দিতে হবে বুগরাকে। আদালতের নির্দেশ, আগামী ১০ বছর অথবা বিড়াল দুটি যতদিন বেঁচে থাকবে ততদিন পোষ্যদের যাবতীয় খরচ বহন করতে হবে বুগরাকে।
হিসাব করলে দেখা যায়, বিড়ালদের জন্য এজগির হাতে প্রায় ৯ লাখ টাকার মতো তুলে দেওয়ার কথা। তাছাড়া খোরপোশও দিতে হবে বুগরাকে। খোরপোশ বাবদ এজগিকে প্রায় ১২ লাখ টাকা দেবেন বুগরা। খবরটি জানাজানি হতেই নেটপাড়ার একাংশ সমর্থন জানিয়ে লিখেছেন, দেশের প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী ঘটনাটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আবার কেউ কেউ মজা করে লিখেছেন, বিবাহ বিচ্ছেদের জন্য যে এত খরচ হবে, তা জানলে ওই তরুণ হয়তো এই সিদ্ধান্ত নিতেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *