প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় শেষ। তবে তিনি এখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়তে পারেন। সোমবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
৫৮ বছর বয়সী মাচাদো বলেন, প্রেসিডেন্ট মাদুরো যদি ক্ষমতা হস্তান্তর করেন, তিনি ব্যক্তিগত নিরাপত্তা পেতে পারেন। মাদুরোর কাছে বর্তমানে শান্তিপূর্ণ পরিবর্তনের পথে যাওয়ার সুযোগ আছে। আমরা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আলোচনার টেবিলে বসার আগে এ বিষয়টি প্রকাশ করব না।
নোবেল জয়ের খবর নিয়ে এখনও তিনি স্তম্ভিত বলে স্বীকার করেছেন। এদিকে মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করছে ভেনেজুয়েলা।