কারাগার থেকেই সেনাপ্রধানকে শাসালেন ইমরান খান! উত্তেজনা তুঙ্গে

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আবারও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি মুনিরকে প্রকাশ্যে ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে, তাঁর নীতিই পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলছে।

বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে ইমরান খান এই বিস্ফোরক মন্তব্য করেন।

ইমরান খানের এই মন্তব্য আসে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তাঁর বোন ড. উজমা খানুমের সঙ্গে সাক্ষাতের একদিন পর। মঙ্গলবার ওই সাক্ষাতে সেনাপ্রধান ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়।

এক্স পোস্টে ইমরান খান অভিযোগ করেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য “ধ্বংসাত্মক”। তাঁর দাবি, মুনিরের সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইমরান বলেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তাঁর এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে।”

ইমরান খান আরও অভিযোগ করেন, সেনাপ্রধানের কার্যক্রমের পেছনে দেশের স্বার্থ নয়, বরং পশ্চিমা শক্তিদের সন্তুষ্ট করার প্রবণতা কাজ করছে। পাকিস্তানের জন্য তাঁর কোনো উদ্বেগ নেই। শুধুমাত্র পশ্চিমাদের খুশি করতে তিনি এসব করছেন।

তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন, যেন আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে ‘মুজাহিদ’ হিসেবে দেখা যায়।”

ইমরান খান তাঁর পোস্টে আফগান শরণার্থীদের বের করে দেওয়া এবং ড্রোন হামলা চালানোর মতো পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এর পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের ‘উস্ফলন’ দেখা যাচ্ছে। তিনি সেনাপ্রধানের কর্মকাণ্ডকে ‘নৈতিকতার দেউলিয়াত্ব’ হিসেবে অভিহিত করে বলেছেন, যা পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।

এছাড়াও, তিনি অভিযোগ করেছেন যে ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশেই তাঁকে ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। এনডিটিভি সূত্র এই খবর নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাপ্রধানকে কেন্দ্র করে তাঁর এই কঠোর অবস্থান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *