গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ঘোষণা করেছে, তারা আর কোনো ইসরায়েলি রেকর্ড নিবন্ধনের আবেদন গ্রহণ বা পর্যালোচনা করবে না। সংস্থাটি দেশটির পাঠানো সব আবেদন স্থগিত করেছে।
ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এই সিদ্ধান্ত শুধুই ইসরায়েলের জন্য নয়, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা অঞ্চলের আবেদনেও প্রযোজ্য হবে। গিনেস কর্তৃপক্ষ বলেছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো নতুন কোনো রেকর্ড আবেদন বিবেচনা করছে না।
ফিলিস্তিনি সংস্থা ‘মাতনাত চাইম’ সম্প্রতি এক রেকর্ডের জন্য আবেদন করেছিল। সংস্থাটি জানিয়েছে, তারা দুই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে একত্রিত করেছে, যারা অপরিচিত মানুষের জন্য কিডনি দান করেছেন। এই দাতাদের গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করা হয়েছিল।
তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী সংস্থা এই আবেদনটি প্রত্যাখ্যান করেছে। বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ হয়নি।
এই ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন কেন গিনেস বুক ইসরায়েলি এবং ফিলিস্তিনি অঞ্চলের আবেদন স্থগিত করল, এবং এর পেছনে আছে কি কোনো রাজনৈতিক কারণ? বিষয়টি এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।