বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাদাপাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট শুনানি করবে। রিটটি দায়ের করেছেন আইনজীবী মীর এ কে এম নূরুন নবী, যিনি আদালতে রিটটি উপস্থাপন করেন। রিটে বলা হয়েছে, ভোলাগঞ্জে পাথর লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং ওই এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের অনুরোধও করা হয়েছে।
এছাড়া রিটে আরো উল্লেখ করা হয়েছে, সাদা পাথর লুট প্রতিরোধে প্রশাসনের অকার্যকর ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদন করা হয়েছে। জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে—এটি দিনেদিনে প্রশাসনের নজরদারির মধ্যেই হয়েছে, অথচ স্থানীয় পর্যায়ে বারবার অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।