ডলার কিনে জাল টাকার বিনিময় করতেন, ১ কোটি ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্সের মাধ্যমে প্রতারণামূলকভাবে ডলার কিনে জাল টাকা প্রদান করার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল আহম্মেদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০)। তাদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গুলশান থানা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুলশান-২ এলাকায় কিছু ব্যক্তি বিন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার কেনার সময় জাল টাকাসহ অবস্থান করছেন। এরপর গুলশান থানার একটি টহল দল অভিযান চালিয়ে রুবেল আহম্মেদকে ২৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, গুলশানের একটি আবাসিক হোটেল থেকে আরও ৮৯ লাখ ৮২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় এবং সেখানে তাপস বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও ১৯ লাখ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে এবং ২২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘চক্রটি ডলার ভাঙানোর কথা বলে জাল টাকা দিত। তারা ১০ লাখ টাকার মধ্যে মাত্র দুটি আসল নোট দিত। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে এবং তাদের গ্রেপ্তারের পর অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *